ইঁটের গাদার নিচে ফটকের ঘড়িটা। ভাঙা দেয়ালের গায়ে হেলে-পড়া কড়িটা। পাঁচিলটা নেই, আছে কিছু ইঁট সুরকি। নেই দই সন্দেশ, আছে খই মুড়কি। ফাটা হুঁকো আছে হাতে, গেছে গড়গড়িটা। গলায় দেবার মতো বাকি আছে দড়িটা।
AS THE TENDER twilight covers in its fold of dusk-veil marks of hurt and wastage from the dusty day's prostration, even so let my great sorrow for thy loss. Beloved, spread one perfect golden-tinted silence of its sadness o'er my life. Let all its jagged fractures and distortions, all unmeaning scattered scraps and wrecks and random ruins, merge in vastness of some evening stilled with thy remembrance, filled with endless harmony of pain and peace united.
যদি আমায় তুমি বাঁচাও তবে তোমার নিখিল ভুবন ধন্য হবে। যদি আমার মলিন মনের কালি। ঘুচাও পুণ্য সলিল ঢালি তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে। আজো ফোটে নি মোর শোভার কুঁড়ি, তারি বিষাদ আছে জগৎ জুড়ি। যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে উঠে তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে।